৩ মে ২০১৭, বুধবার, ১০:০৮

ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বিষয়ে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য জাতির নিকট গ্রহণযোগ্য নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মে জাতীয় সংসদে গত মাসে তার ভারত সফরকালে ভারতের সাথে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ও সমঝোতা স্মারকের পক্ষে সাফাই গেয়ে যে বক্তব্য প্রদান করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৩ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ও সমঝোতা স্মারকের পক্ষে সাফাই গেয়ে জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা জাতির নিকট গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য যদি সত্য হয়ে থাকে তাহলে ভারতের সাথে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ও সমঝোতা স্মারক কেন জাতির সামনে প্রকাশ করা হচ্ছে না?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার যথার্থতা প্রমাণ করার জন্যে এবং বিশেষ করে প্রতিরক্ষা চুক্তি নিয়ে জনগণের মধ্যে যে সংশয়-সন্দেহ ও আশঙ্কা দানা বেঁধেছে তা নিরসনের জন্য অবিলম্বে চুক্তির বিষয়-বস্তু সবিস্তারে দেশবাসীর সামনে প্রকাশ করা হোক। তাহলেই জনগণ বিচার করতে পারবে এ চুক্তি এবং সমঝোতা স্মারক দেশের স্বার্থের পক্ষে না বিপক্ষে।”