ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ গত ৯ সেপ্টেম্বর যুদ্ধাপরাধের বিচারের প্রতি পূর্ণ-সমর্থন ব্যক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্রের প্রতি ভারত সরকার সমর্থন ব্যক্ত করে কার্যত: তারা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
শুধু তাই নয় যুদ্ধাপরাধের বিচারের প্রতি সমর্থন ব্যক্ত করে তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকারের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার প্রতিহিংসা পরায়ণ রাজনীতিকেই উৎসাহ দিয়েছেন। চলমান যুদ্ধাপরাধের বিচারকে বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনবিদগণ ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। আমরা আশা করি ভারত সরকার এই সত্য উপলব্ধি করতে সক্ষম হবেন। ”