সিলেটের ওসমানি নগর উপজেলার আন্দারকোনা মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান রহমান আজ ৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মসজিদের একজন ইমাম ও আলেমে দ্বীন রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
সিলেটের ওসমানি নগরের মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানকে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।”