৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ২:৪৯

সারা দেশে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ

বান্দরবান জেলার লামা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মুনায়েমসহ দুইজন কর্মীকে, ঝিনাইদা শহর জামায়াতের আমীর জনাব জহুরুল ইসলামসহ ৩জন নেতা-কর্মীকে, সাতক্ষীরা জেলার তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিদুল ইসলামসহ ২জন কর্মীকে, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ১জন কর্মীকে ও গংগাচড়া উপজেলায় ১জন কর্মীকে এবং রাজশাহীর মতিহার থানায় ইসলামী ছাত্রশিবিরের ১জন সদস্যকে গত ৭ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৮ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই বান্দরবান, ঝিনাইদা, সাতক্ষীরা, রংপুর এবং রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরে নেতা-কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সারা দেশেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে বন্দী রেখে কষ্ট দিচ্ছে। জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়ে তা দীর্ঘায়িত করার জন্য সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। জনগণের উপর এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে স্বৈরশাসন দীর্ঘায়িত করা যাবে না।

গ্রেফতার ও জুলুম-নির্যাতন বন্ধ করে লামা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মুনায়েম, ঝিনাইদা শহর জামায়াতের আমীর জনাব জহুরুল ইসলাম এবং তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিদুল ইসলামসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।