রাজশাহী মহানগরী জামায়াতের আমীর প্রফেসর ড: আবুল হাসেম জামিনে মুক্তি পাওয়া সত্ত্বেও তাকে ৩১ আগস্ট রাতে মুক্তি না দিয়ে জেল গেইট থেকে পুনরায় মিথ্যা মামলায় গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড: আবুল হাসেমকে সরকার পুনরায় গ্রেফতার করে দেশের আইন ও আদালতের প্রতি অবজ্ঞা এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছে।
৬৫ বছর বয়স্ক প্রফেসর ড: আবুল হাসেম একজন প্রবীণ শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। তাকে সরকার মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে বন্দী রেখে তার প্রতি চরম অন্যায় করছে। তার মত একজন প্রবীণ শিক্ষাবিদকে জেলে বন্দী করে রেখে সরকার অমানবিক কাজ করেছে। উল্লেখ্য যে, তাকে গত ৩রা আগস্ট সরকার অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পুলিশ গত ১লা সেপ্টেম্বর রাজশাহীতে জামায়াতের আরো তিনজন কর্মীকেও গ্রেফতার করেছে। সরকারের দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রফেসর ড: আবুল হাসেমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”