ভবদহ স্লুইজ গেইটে পলিমাটি জমে স্লুইজগেইট বন্ধ থাকায় মুক্তেশ্বরী ও হরিনদীর পানি উপচে যশোর জেলার অভয়নগর, কেশবপুর, মনিরামপুর এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সৃষ্ট পানিবদ্ধতা দূর করার জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভবদহ স্লুইজ গেইটে পলি মাটি জমে বন্ধ হয়ে যশোর জেলার অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সৃষ্ট পানিবদ্ধতা ঐ এলাকার প্রায় দশ লক্ষাধিক মানুষের জীবন-মরণ সমস্যা হয়ে দেখা দিয়েছে।
পানিবদ্ধতার ফলে ভবদহ পাড়ের প্রায় দশ লক্ষাধিক মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এ সব এলাকার ৬ শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা খাবার বিশুদ্ধ পানি পায় না। পয়নিষ্কাশন ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জমির ফসল পানিতে ডুবে গিয়েছে, পুকুর ও ঘেরের মাছ ভেসে গিয়েছে। প্রায় চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে বন্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ বাড়ী-ঘর ছেড়ে ২৫০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অসহায় মানুষ রাস্তার পাড়ে পলিথিন দিয়ে অস্থায়ীভাবে ঘর বানিয়ে তার মধ্যে হাঁস, মুরগী, গরু, ছাগল নিয়ে একত্রে বসবাস করছে। তারা মানবেতর জীবন-যাপন করছে। এ সকল মানুষের দু:খ, দুর্দশা দেখার কেউ নেই। পানিবন্দী লোকদের জরুরী ভিত্তিতে উদ্ধার করে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি, গৃহনির্মাণ সামগ্রী প্রদান, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও পর্যাপ্ত নগদ অর্থ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভবদহ স্লুইজ গেইটে পলিমাটি জমে গেইট বন্ধ থাকার কারণে সৃষ্ট পানিবদ্ধতা দূর করে ঐ এলাকার প্রায় দশ লক্ষাধিক লোকের জীবন-মরন সমস্যার আশু সমাধান খুঁজে বের করার জন্য আমি জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”