দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আজ ২৪ সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্টে “ফেনী জেলার দাগন ভূইয়া উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা পেয়ার আহমেদ আকাশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাথে জড়িত ছিল” মর্মে যে ভিত্তিহীন অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মো: তাসনীম আলম আজ ২৪ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ফেনী জেলার দাগন ভূইয়া উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা পেয়ার আহমেদ আকাশের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই তার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাথে জড়িত থাকার কথা প্রচার করা হচ্ছে।
এ ধরনের ভিত্তিহীন অসত্য তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”