১৮ অক্টোবর ২০১৬, মঙ্গলবার, ৫:৫৮

নতুন আমীরে জামায়াতকে নিয়ে বাংলা ট্রিবিউনের কাল্পনিক ও বিভ্রান্তিকর রিপোর্টের তীব্র প্রতিবাদ

বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকায় আজ ১৮ অক্টোবর জামায়াতের নতুন আমীরকে নিয়ে যে কাল্পনিক ও বিভ্রান্তিকর বক্তব্য ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৮ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের এ রিপোর্টটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ রিপোর্টটি একেবারেই ভিত্তিহীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের ১৯৭১ সালে রাজাকার কমান্ডার হওয়ার প্রশ্নই আসে না। সে সময় তিনি একটি খ্যাতিমান হাই স্কুলের সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক ছিলেন। স্বাধীন বাংলাদেশে ৭১-এর হত্যাকান্ডসহ বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে এ পর্যন্ত পানি অনেক দূর গড়ালেও আল্লাহর অশেষ মেহেরবাণীতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে কোথাও কেউ সামান্য কোন অভিযোগ পর্যন্ত দায়ের করেনি। কাজেই নির্বাচিত আমীর হওয়ার পরই তার বিরুদ্ধে যে অভিযোগ পত্রিকাটিতে প্রকাশ করা হয়েছে তা একান্তই আদর্শিক ও রাজনৈতিক উদ্দেশ্যে তাড়িত এবং নেহায়েত প্রতিহিংসামূলক। ইসলামের আদর্শ অনুসরণকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এটি একেবারেই অগ্রহণযোগ্য ও অবান্তর বক্তব্য। এ ধরনের কাল্পনিক, ভিত্তিহীন, অন্যায্য ও অসত্য বক্তব্য দিয়ে বাংলাদেশের ১৬ কোটি জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

আমরা আশা করি দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো দেশ ও জনগণের ঐক্য, শান্তি এবং অগ্রগতির ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করবে।”