চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঢাকা সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ১৪ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাকে সুস্বাগত জানাই।
চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু দেশ। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। চীনের প্রেসিডেন্টের এ সফর বাংলাদেশের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে। আমরা আশা করি তার এ সফরের ফলে বাংলাদেশের সাথে গণচীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগীতা এক নতুন মাত্রায় উন্নীত হবে। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দু’দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফর সফল ও স্বার্থক হোক এ কামানই করি।”