১৭ অক্টোবর ২০১৬, সোমবার, ৫:৫০

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমানকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমানকে গত ১৬ অক্টোবর দিবাগত রাতে ডিবি পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে জনাব আতাউর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ জনাব আতাউর রহমান নানা জটিল রোগে ভুগছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার অমানবিক কাজ করেছে। সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার উদ্দেশ্যে সারা দেশেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে এবং গুলি করে হত্যা ও গুম করছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে এবং হত্যা ও গুম করে অতীতে কোন স্বৈরশাসক যেমন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারও বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকারের জুলুম-নির্যাতন, গ্রেফতার, গুম ও নেতা-কর্মীদের গুলি করে হত্যা করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে জনাব আতাউর রহমানসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”