ইউরিয়া সারের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১২ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১১ এপ্রিল সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউরিয়া সারের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং কৃষকের স্বার্থ পরিপন্থী। আমরা সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একেরপর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় সারের দাম বাড়ানো হয়েছে প্রতি কেজিতে ৫ টাকা। গত বছর আগস্টে কেজিতে সারের দাম বাড়িয়েছিল ৬ টাকা। ৮ মাসের ব্যবধানে আবারো সারের দাম বাড়ানো হল। যদিও কৃষিমন্ত্রী ঘোষণা করেছিলেন আপাতত সারের দাম বাড়ানো হবে না। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে একেরপর এক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েই চলছে। এমনিতেই অর্থনৈতিক দুরবস্থায় বর্তমানে জনজীবন বিপর্যস্ত। এখন আবার সারের দাম বৃদ্ধি করে সরকার দেশের অর্থনীতির প্রধান উৎস কৃষিখাতে চাপ সৃষ্টির ব্যবস্থা করেছে। সারের দাম বৃদ্ধির ফলে কৃষকের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে এবং কৃষির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে কৃষকের দৃর্ভোগ আরো বহু গুণে বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।
অবিলম্বে সারের মৃল্য বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”