১৯ এপ্রিল ২০১৭, বুধবার, ৮:৫৩

দেশের সম্মানিত আলেম-উলামাদের কটাক্ষ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের তীব্র নিন্দা

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ১৮ এপ্রিল কুষ্টিয়া সার্কিট হাউজে এক সমাবেশে দেশের সম্মানিত আলেম-উলামাদের কটাক্ষ করে যে সব অসম্মানজনক, অশালীন, অশোভন, কুরুচিপূর্ণ, অসভ্য শব্দ উচ্চারণ করেছেন তার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৯ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দেশের আলেমগণ অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দেশের আলেমদের প্রতি কটাক্ষপূর্ণ অশালীন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার ইসলাম বিদ্বেষী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশ করলেন।

দেশের আলেম সমাজ আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের মহান দায়িত্বে নিয়োজিত। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর রেখে যাওয়া দায়িত্ব দেশের আলেমগণ পালন করে ঈমানদার ও চরিত্রবান মানুষ গড়ে তুলছেন। সমাজে বিদ্যমান কোন অন্যায়-অসংগতি এবং অপকর্ম দেখলে উলামায়ে কেরাম তার প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। যারা আলেমদের গালমন্দ করে তারা ইসলামের দুশমন।

কোন কোন ব্যক্তি মন্ত্রী পদটি কলঙ্কিত করে এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য পদ দখল করে উলামায়ে কেরামকে কটাক্ষ করছেন। এ যেন তাদের অপ-রাজনীতির এক অঙ্গে দুই রূপ। জনগণ এ সব কিছুই গভীরভাবে প্রত্যক্ষ করছেন। আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের সম্পর্কে যারা উদ্দেশ্যমুলকভাবে কটাক্ষপূর্ণ মন্তব্য করছেন তা অবিলম্বে বন্ধ করে জাতির সামনে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় এ দেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনগণ সময় মত সমুচিত জবাব দিতে বাধ্য হবেন।”