৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬:৫৫

'আহমাদিয়াদের ওপর হামলা করেছে বিএনপি-জামায়াত’ মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

'আহমাদিয়াদের ওপর হামলা করেছে বিএনপি-জামায়াত’ মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৭ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, "৬ মার্চ সচিবালয়ে এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘আহমাদিয়াদের ওপর হামলা করেছে বিএনপি-জামায়াত’এবং পঞ্চগড়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ‘তৌহিদী জনতার নামে বিএনপি-জামায়াত হামলা করেছে’ মর্মে যে বক্তব্য প্রদান করেছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। আমরা তাদের এ অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত কয়েক দিনে পঞ্চগড়ে ৭টি মামলা দায়ের করা হয়েছে। হাজার হাজার সাধারণ লোককে আসামি করে তাদের হয়রানি করা হচ্ছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রের যে কোনো নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। পঞ্চগড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তায়। রাষ্ট্রের আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ এর দায়-দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারেন না। আজ ৭ মার্চ একটি জাতীয় দৈনিকে এসেছে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন যে, যারা তাদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ করেছেন তারা রেলপথ মন্ত্রীর আশেপাশেই আছেন। এখন তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছেন এবং ষড়যন্ত্রমূলকভাবে ’উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছেন। তাদের সে ষড়যন্ত্র কখনো সফল হবে না।

আমরা অবিলম্বে পঞ্চগড়ের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কাদিয়ানী সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”