পঞ্চগড় জেলা থেকে জামায়াতে ইসলামীর ৮ জন নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৬ মার্চ এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ৫ ও ৬ মার্চ পঞ্চগড় জেলা থেকে জামায়াতে ইসলামীর ৮ জন নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, বর্তমান জালেম সরকার দীর্ঘ দিন যাবত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। সরকার জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করেছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের পরিণতি কখনো শুভ হয় না।
গণতন্ত্র হরণকারী জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”