বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবদুর রহীম উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে আজ ২৬ সেপ্টেম্বর পাবনা জেল গেইট থেকে পূনরায় গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবদুর রহীমকে উচ্চ আদালত থেকে জামিন দিয়ে তাকে গ্রেফতার ও হয়রানি না করার আদেশ দেয়া সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে আজ ২৬ সেপ্টেম্বর পাবনা জেল গেইট থেকে পূনরায় গ্রেফতার করে সরকার উচ্চ আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। এ ধরনের ঘটনা আদালত অবমাননার শামিল। জামিন লাভ করা সত্ত্বেও তাকে মিথ্যা মামলায় পূনরায় গ্রেফতার করার ঘটনা অত্যন্ত অমানবিক।
অধ্যাপক মাওলানা আবদুর রহীম দীর্ঘ ১ বছর ৯ মাস যাবত কারাগারে বন্দী আছেন। তিনি এ পর্যন্ত দুইবার আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাকে সরকার মুক্তি না দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলখানায় অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। উল্লেখ্য যে, ১২ সেপ্টেম্বর তার মাতার ইন্তেকালের পর প্যারোলে তাকে মুক্তি দিয়ে তার মায়ের জানাজায় শরীক হওয়ার জন্য আবেদন করা সত্ত্বেও সরকার তাকে মুক্তি না দিয়ে তার প্রতি চরম জুলুম করেছে।
দীর্ঘ দিন কারাগারে বন্দী থাকায় তিনি রোগাক্রান্ত হয়ে পড়েছেন। তাই আর ছলচাতুরীর আশ্রয় না নিয়ে অবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবদুর রহীমকে মুক্তি দিয়ে দেশের উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”