৩ মার্চ ২০২৩, শুক্রবার, ১০:২১

জেলা ও মহানগরী আমীর সম্মেলনে আমীরে জামায়াত

ফ্যাসিস্ট সরকার কর্তৃক মামলা-হামলা, জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফ্যাসিস্ট সরকার কর্তৃক পরিচালিত মামলা-হামলা, জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়।

জামায়াতে ইসলামীর ‘জেলা ও মহানগরী আমীর সম্মেলন’ মনে করে, বর্তমানে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দিনের পর দিন বেগবান হচ্ছে। এই আন্দোলন শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে। কিন্তু আওয়ামী সরকার সংবিধান স্বীকৃত এই গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দেয়ার জন্য সারা দেশে গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় মানুষের ওপর মামলা-হামলা, জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অভিযান চালাচ্ছে।

সরকার শান্তিপ্রিয় মানুষের কণ্ঠরোধ করার জন্য নির্যাতনের পথ বেঁছে নিয়েছে। সরকারের কতিপয় অতি উৎসাহী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এসব শান্তিপূর্ণ মিছিলে গুলি ও হামলা চালিয়ে বিরোধী দলের শতশত নেতাকর্মীকে আহত করেছে এবং গ্রেফতার করে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করছে। আওয়ামী সরকারের গত ১৪ বছরের শাসনামলে সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। শত শত নেতাকর্মীকে পঙ্গু করে দেয়া হয়েছে। জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকে গুম ও খুনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী এ সরকার মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে, প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মামলা-হামলা দিয়ে দেশের চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা যাবে না।

‘জেলা ও মহানগরী আমীর সম্মেলন’ আরো লক্ষ্য করছে যে, দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই। মানুষের ভোটাধিকার, মত-প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। বিরোধী মতের কন্ঠকে স্তব্ধ করে দিয়ে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। বিচার ব্যবস্থা ও আইনের শাসনকে ভূলুন্ঠিত করা হয়েছে। মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর আজ কোনো নিরাপত্তা নেই। দেশে প্রতিনিয়ত গুম, খুন, হত্যা, ধর্ষণ এবং মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে। সর্বত্রই একদলীয় বাকশালী স্বৈরশাসনের কর্তৃত্ব চলছে।

জামায়াতের ‘জেলা ও মহানগরী আমীর সম্মেলন’ অবিলম্বে বয়বীয় মামলা-হামলা, জুলুম-নিপীড়ন, গুম, খুন, হত্যা এবং মানবাধিকার লংঘনের ঘটনা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এবং দেশবাসীকে সকল জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছে।