আমাদের সময় ডটকম পত্রিকায় “জামায়াত নেতা সাজ্জাদ ও জেএমবি’র আধ্যাত্মিক গুরু কাসেমকে খোঁজা হচ্ছে” শিরোনামে আজ ২৬ সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্টে “দিনাজপুর জেলা (দক্ষিণ) জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের তত্ত্বাবধানে উত্তরাঞ্চলে প্রশিক্ষণ ক্যাম্পগুলো পরিচালিত হয়” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলায় সাজ্জাদ হোসেন নামের কোন সাংগঠনিক সম্পাদক নেই। এমনকি দিনাজপুর এ নামে জামায়াতের কোন পর্যায়ের কোন নেতা নেই।
আমাদের সময় ডটকম অনলাইন পত্রিকার রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই উল্লেখিত সাজ্জাদ হোসেনকে দিনাজপুর দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে অভিহিত করা হয়েছে। জামায়াতকে জড়িয়ে এ ধরনের বিভ্রান্তিকর ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি আমাদের সময় ডটকম পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”