১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৯:১০

‘ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট’ মর্মে ৭১ টেলিভিশনের প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

‘ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত চক্র’ মর্মে ৭১ টেলিভিশনে ১৫ জানুয়ারি যে প্রতিবেদন প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৬ জানুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত চক্র’ মর্মে ৭১ টেলিভিশনে ১৫ জানুয়ারি যে ভিত্তিহীন, অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ হীন উদ্দেশ্যপ্রণোদিত এবং জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা মাত্র। আমরা এ অসত্য প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদনে ‘প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত-শিবির চক্র’ মর্মে যে কথা বলা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত এবং তাতে সত্যের লেশমাত্র নেই। জামায়াতে ইসলামীই সর্ব প্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করে এবং জামায়াতের কতিপয় নিবেদিতপ্রাণ ব্যক্তির মাধ্যমে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। যে সংগঠনের উদ্যোগে ও তার নেতা-কর্মীদের অসামান্য ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ব্যাংক আজ দেশে সেরা ব্যাংকে পরিণত হয়েছে, সে সংগঠনের দ্বারা ব্যাংক লুটপাটের গল্প হাস্যকর। এছাড়া একটি প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নেয়া এবং উক্ত প্রতিষ্ঠানের এমডিকে জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে যে তথ্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কারো মাধ্যমে এ ধরনের কোনো লোন গ্রহণ করেনি এবং করার প্রশ্নই আসে না। প্রতিবেদক ‘উক্ত প্রতিষ্ঠানের এমডি এক সময় জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত ছিলেন’ বলে যে মন্তব্য করেছেন, তা একটি স্ববিরোধী বক্তব্য।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি মহল পরিকল্পিতভাবে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসলামী ব্যাংক দখলের পর থেকেই দুর্নীতি, লুটপাট ও ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। দখলের পূর্বে ইসলামী ব্যাংকের নিয়মবহির্ভ‚ত ঋণ প্রদান বা আর্থিক অনিয়মের কোনো ঘটনা কেউ বলতে পারবে না। দখলদারদের দুর্নীতি ঢাকার জন্য নানা ধরনের প্রচার-প্রপাগান্ডা চালানো হচ্ছে।

আমি সচেতন দেশবাসীকে এসব ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের আহবান জানাচ্ছে। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বানোয়াট প্রতিবেদন প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমি ৭১ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”