২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের খুনীদের বিচারের দাবিতে এবং সরকারের গুম, খুন, হত্যা, সন্ত্রাস ও জুলুম-নির্যাতনের প্রতিবাদে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও ২৮ অক্টোবর শুক্রবার সারাদেশে দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকারের গুম, খুন, হত্যা, সন্ত্রাসসহ জুলুম-নির্যাতনে দেশের জনগণ বর্তমানে অতিষ্ঠ।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত সমাবেশে হামলা চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে এবং গুলি করে হত্যা করেছিল। সহস্রাধিক মানুষকে আহত করেছিল। সে হত্যাকাণ্ডের আজ পর্যন্ত কোন বিচার হয়নি।
একদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, হত্যা করাচ্ছে, অন্যদিকে সরকারী দলের সন্ত্রাসীরা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকারের জুলুম-নির্যাতনে দেশের জনগণ বর্তমানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে।
তাই ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের খুনীদের বিচারের দাবিতে এবং সরকারের গুম, খুন, হত্যা, সন্ত্রাসসহ জুলুম-নির্যাতনের প্রতিবাদে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ও ২৮ অক্টোবর শুক্রবার সারাদেশে দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”