৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:১৯

সিরাজগঞ্জে এক পরিবারের ৩ জনসহ মোট ১০ জন কৃষক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে এক পরিবারের ৩ জনসহ মোট ১০ জন কৃষক মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ৮ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মাঠে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন প্রায় ১৩/১৪ জন কৃষি শ্রমিক। বিকাল ৪টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা মাঠের একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। ওই শ্যালো মেশিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এই হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আমি নিহত ও আহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমি মহান আল্লাহ তায়ালার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বজ্রপাতের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”