১৯ আগস্ট ২০২২, শুক্রবার, ১২:৩২

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জনগণের সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল

-মাওলানা এটিএম মা’ছুম

পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২০ আগস্ট এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রী ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তাই করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন’ মর্মে তার প্রদত্ত বক্তব্য বাংলাদেশের জনগণকে বিস্মিত করেছে। তার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থী। পররাষ্ট্র মন্ত্রীর এ বক্তব্য বাংলাদেশের জনগণের সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল।

বাংলাদেশে কারা সরকারে থাকবেন বা থাকবেন না, তা নির্ধারণ করবে এদেশের জনগণ। কাউকে সরকারে বসানোর কোনো এখতিয়ার বাংলাদেশের জনগণ অন্য কোনো দেশকে দেয়নি। পররাষ্ট্র মন্ত্রী ‘বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতকে যে অনুরোধ করেছেন’ তাতে বাংলাদেশের জনগণকে চরমভাবে অবজ্ঞা করা হয়েছে। তার এ বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি মারাত্মক আঘাত। কোনো মন্ত্রী তো দূরের কথা, দেশের একজন নাগরিকও ভিন্ন কোনো দেশকে বাংলাদেশের সরকারে কাউকে রাখার অনুরোধ জানাতে পারে না। পররাষ্ট্র মন্ত্রীর এ বক্তব্য বাংলাদেশের সংবিধানে বর্ণিত শপথনামায় ‘বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এ আনুগত্য করিব’-এর সুস্পষ্ট লংঘন।

আমরা পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে পররাষ্ট্র মন্ত্রীর এ বক্তব্যের জন্য তাকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে।”