২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৮:৪৯

গাজীপুর ও সুনামগঞ্জ থেকে ৯ জন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

গাজীপুর মহানগর থেকে ৫ ও সুনামগঞ্জ জেলা থেকে ৪ জামায়াত নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর মহানগরীতে ৩০ জুলাই থেকে শুরু হওয়া গ্রেফতারের খড়গ যেন থামছেই না । ১ আগস্ট তৃতীয় দিনে জামায়াতের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে ১ আগস্ট সোমবার ভোর রাতে ও দিনের বেলায় পৃথক পৃথক অভিযানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জ উপজেলা আমীর মো: হাবিবুর রহমান, ছাতক উপজেলা আমীর মাওলানা আলী আকবর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালগঞ্জ উপজেলা সেক্রেটারি তারেকুল ইসলাম ও ছাতক উপজেলার সৈদেরগাও ইউনিয়ন জামায়াত সভাপতি জুনেদুর রহমান। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে পুলিশ গাজীপুর মহানগর ও সুনামগঞ্জসহ সারা দেশে অভিযান চালিয়ে জামায়াত নেতা-কর্মী ও নিরীহ জনগণকে অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানি করছে। আমি এসব অন্যায় গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট-সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকায় জামায়াত শুরু থেকে বন্যার্তদের জন্য কাজ করে আসছে। বর্তমানে জামায়াত বসত-ভিটা হারা অসহায় মানুষের পুনর্বাসন কাজে হাত দিয়েছে। এসব জনকল্যাণমূলক কাজ করায় জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে। ফলে সরকার ভীত হয়ে পড়েছে। দেশবাসী মনে করে, জামায়াতের গঠনমূলক কাজ বাধাগ্রস্ত করতেই সরকার সারা দেশে এই গ্রেফতার অভিযান শুরু করেছে। সরকারের এই গ্রেফতার অভিযান বাড়াবাড়ি ও অন্যায়। আমরা অবিলম্বে এ জাতীয় হয়রানি ও গ্রেফতার অভিযান বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গ্রেফতার করে এ আন্দোলন দমন করা যাবে না।

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণকারী এবং বিদ্যুৎ-জ্বালানিসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে গাজিপুর মহানগর ও সুনামগঞ্জসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”