২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৮:৩৯

ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২ আগষ্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১ আগষ্ট সরকারি এক সিদ্ধান্তে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক এবং কৃষকদের স্বার্থ পরিপন্থী। আমরা সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় ঘোষণা করেছিল তারা ১০ টাকা কেজি দরে চাল এবং বিনামূল্যে সার দিবে। এখন বিনামূল্যে সার তো দুরে থাক, উল্টো কোনো আলোচনা-পর্যালোচনা ছাড়াই সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ সরকারের আমলে একের পর এক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত। এবার সারের দাম বৃদ্ধি করে সরকার দেশের অর্থনীতির প্রধান উৎস কৃষিখাতে চাপ সৃষ্টির ব্যবস্থা করেছে। সারের দাম বৃদ্ধির ফলে কৃষকদের উপর এর প্রভাব পড়বে এবং কৃষির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। কৃষকদের দুর্ভোগ আরো বহু গুণে বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।

অবিলম্বে সারের মূল্য বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”