১ আগস্ট ২০২২, সোমবার, ৯:১০

গাজীপুর মহানগরীতে ৫৩ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১২ জন নেতা-কর্মী ও ৪১ জন সাধারণ ছাত্রসহ মোট ৫৩ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর মহানগরীতে গত দু’তিন যাবৎ পুলিশি হয়রানী চলছে। ৩১ জুলাই এবং ১ আগষ্ট নতুন করে ওয়ার্ড জামায়াতের আমীর মো: রহমত উল্লাহ, ওয়ার্ড সভাপতি মাওলানা সানাউল্লাহ, ওয়ার্ড সেক্রেটারি মো: কামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মো: আখতারুজ্জামানসহ জামায়াতের ৮ জন নেতা-কর্মী ও ইসলামী ছাত্রশিবিরের ৪ জনসহ মোট ১২ জন নেতাকর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এছাড়া ৩১ তারিখ দিবাগত রাতে নগরীর ২৫ নং ওয়ার্ডের ডুয়েট এলাকার দুইটি মেসে অভিযান চালিয়ে ৪১ জন সাধারণ ছাত্রকে পুলিশ তুলে নিয়ে যায়। সবমিলে নতুন করে আরো ৫৩ জনকে আটক করা হল। পুলিশ অন্যায়ভাবে সারা দেশে অভিযান চালিয়ে জামায়াতের নেতা-কর্মী, নিরীহ জনগণ এবং পরীক্ষার্থীসহ সাধারণ ছাত্রদের গ্রেফতার ও হয়রানি করছে। আমি এ অন্যায় গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশবাসী উদ্বিগ্ন যে, কোনো কারণ ছাড়াই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অন্যায়ভাবে গ্রেফতার অভিযান পরিচালনা করা হচ্ছে। এই গণগ্রেফতার থেকে সাধারণ নিরীহ লোক এবং সাধারণ ছাত্ররাও রেহাই পাচ্ছে না। ডুয়েট এলাকার দুটি মেস থেকে ডুয়েটে অধ্যয়নরত এবং ডুয়েটে এডমিশন প্রার্থী ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে তুলে নিয়ে যাওয়াটা বড়ই অমানবিক এবং মেধাবী ছাত্রদের শিক্ষাজীবন ধ্বংস করার গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। পুলিশের এই গ্রেফতার বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আমরা অবিলম্বে এ জাতীয় হয়রানি ও গ্রেফতার অভিযান বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, নানা অপকর্ম, দুর্নীতি, ধর্ষণ, অপহরণ ও খুন-খারাপিতে ছেয়ে গেছে সমাজ এবং রাষ্ট্র। এ দুরবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার পরিবর্তে সমাজের ক্লিন ইমেজের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী যারা মানবসেবা এবং দেশ গড়ার কাজে নিরলসভাবে কাজ করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াত দেশবাসীর স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অতীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কেউ ঠেকিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণকারী এবং বিদ্যুৎ-জ্বালানিসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে গাজীপুর মহানগরসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”