৭ জুন ২০২২, মঙ্গলবার

ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক জুনায়েদ সাকির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা

-মাওলানা আবদুল হালিম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ৭ জুন এক বিবৃতি প্রদান করেছেনঃ-

“বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ৫ মে রাত সাড়ে ৯টায় ভয়াবহ বিস্ফোরণে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতারা। তারা সাংবাদিকদের সাথে কথা বলে বের হয়ে গাড়িতে ওঠেন। এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বাংলা শ্লোগান দিয়ে জুনায়েদ সাকির ওপর হামলা করে তাকে রক্তাক্ত করেছে। তার নাক দিয়ে রক্ত ঝরছে এবং তিনি বাম হাতে আঘাত পেয়েছেন। এ ঘটনায় সাকিসহ আরো ২০ জন আহত হয়েছেন। আমি এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, মানুষের বিপদ-মুসিবতে এবং আহত ও অসুস্থদের প্রতি সমবেদনা জানানোর ও তাদের খোঁজ-খবর নেয়ার অধিকার দেশের যে কোনো নাগরিকের রয়েছে। এটি মানুষের মানবিক অধিকার। এ অধিকারে বাঁধা দেওয়ার এখতিয়ার কারো নেই। জুনাইয়েদ সাকির ওপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা চরম অমানবিক ও অনৈতিক কাজ করেছে। এই হামলার ঘটনার সাথে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের আইনানুগ শাস্তি বিধানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”