২৬ মে ২০২২, বৃহস্পতিবার, ১০:২৬

বাগেরহাট জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ সারা দেশে জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মজিবুর রহমান

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি এ্যাডভোকেট ইউনুস আলীসহ সারা দেশে জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং এই মুহূর্তে তাদের মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৬ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“২৫ মে বাদ আসর জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি এ্যাডভোকেট ইউনুস আলী সদর উপজেলার ডেমা ইউনিয়নে একটি জানাযায় শরীক হন। জানাযা শেষে বাসায় ফেরার সময় পথে মাগরিবের সালাত আদায় করেন। সালাত শেষে তাঁরা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হন। আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে বিনা উস্কানীতে শারিরীকভাবে নাজেহাল করে এবং তাঁদেরকে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। একদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। অপরদিকে পুলিশ অপরাধীদের গ্রেফতার না করে উল্টো নিরপরাধ জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি সরকার দলীয় সন্ত্রাসীদের জুলুম-নির্যাতনের এবং পুলিশের এই ন্যক্কারজনক গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পুলিশের কাজ অপরাধ দমন করা। কিন্তু দেশের পুলিশ অপরাধ দমনের পরিবর্তে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। ফলে দেশে অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থা চলতে থাকলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে।

অবিলম্বে মাওলানা রেজাউল করিম ও এ্যাডভোকেট ইউনুস আলীসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”