১৩ মে ২০২২, শুক্রবার, ৯:৩৩

কথিত শ্বেতপত্রের নামে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্পর্কে অশালীন মন্তব্য ও ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

‘মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ওয়ায়েজীনে কেরামদের সম্পর্কে যেসব অশালীন মন্তব্য ও ধৃষ্টতাপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৩ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “গত ১১ মে ‘মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক ও অশালীন ভাষায় কথা বলা হয়েছে। শ্বেতপত্রে দেশের ওলামা-মাশায়েখ ও ওয়ায়েজীনে কেরামদের সম্পর্কে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের চরম বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে। শীর্ষস্থানীয় এসব আলেম-ওলামা ও মাশায়েখদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা মূলত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মৌলবাদী তৎপরতা, সাম্প্রদায়িক সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, অনিয়ম, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের সাথে এদেশের আলেম-ওলামাদের কখনো কোনো সম্পর্ক ছিল না এবং এখনো নেই। দেশের আলেম সমাজ সর্বদাই দেশ ও জাতির পক্ষে। তাঁরা ঈমান, ইসলাম, ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামী সংস্কৃতির পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। দেশে একযোগে বোমা হামলা করে যখন নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিল, তখন আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ইসলাম ও ওলামা-মাশায়েখদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের পৃষ্ঠপোষকতা ও আশকারায় একশ্রেণীর কথিত বুদ্ধিজীবী মহল শ্বেতপত্র প্রকাশ করেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, ওয়ায়েজীনে কেরাম এবং ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”