২২ এপ্রিল ২০২২, শুক্রবার, ১০:৫৩

জনাব ইমাজ উদ্দিন মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এই মুহূর্তে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২২ এপ্রিল এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২২ এপ্রিল আসরের সালাত শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে রাজশাহী মহানগরী শাখার সেক্রেটারি জনাব ইমাজ উদ্দিন মণ্ডলকে ডিবি পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যেই বিনা কারণে জামায়াতের নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। জামায়াতের নেতা-কর্মীকে গ্রেফতার সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। আমি এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, পবিত্র রমজান মাস চলছে। ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র রমজান মাসে সিয়াম পালন করে আত্মশুদ্ধি লাভ করে। এমনই এক আত্মশুদ্ধির মাসে জনাব ইমাজ উদ্দিন মণ্ডলকে বিনা কারণে গ্রেফতার করে সরকার চরম অন্যায় করেছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, কেবল সন্দেহের বশবর্তী হয়ে দেশের কোনো নাগরিককে আটক বা প্রহরায় নেয়া সম্পূর্ণ অন্যায়, বেআইনী ও অসাংবিধানিক। এতে মানুষের অধিকার ও সম্মান উভয়ই ক্ষুণ্ন হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীন দেশের নাগরিক হিসেবে মুক্ত ও স্বাধীন জীবন-যাপনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। এটি একটি মৌলিক অধিকারও বটে। তাই এ জাতীয় গ্রেফতার খুবই দুঃখজনক।

আমি জনাব ইমাজ উদ্দিন মণ্ডলসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”