১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ৯:১৪

খায়রুজ্জামান লিটনের বক্তব্য দেশের আইন ও সংবিধান বিরোধী এবং ফৌজদারী অপরাধের শামিল

-মাওলানা এটিএম মা’ছুম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব খায়রুজ্জামান লিটনের উস্কানীমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৭ মার্চ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “অতি সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব খায়রুজ্জামান লিটন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উত্থান ও তৎপরতা ঠেকানোর জন্য তাদের গলা কাটার নির্দেশ দিয়েছেন তার দলীয় কর্মীদেরকে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণ-মাধ্যমে প্রচারিত হয়েছে। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করার নির্দেশ দেয়, তবে দেশের প্রচলিত আইনানুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। জনাব লিটন প্রকাশ্যভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের গলা কাটার যে নির্দেশ দিয়েছেন, তা দেশের আইন ও সংবিধান বিরোধী এবং ফৌজদারী অপরাধের শামিল। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিতে অভ্যস্ত। অতীতে জনাব লিটন ও তার দল বিভিন্ন স্থানে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা, খুন ও জখম করে এই আন্দোলনের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। তিনি যে ভাষায় কথা বলেছেন, তা কোনো রাজনীতিবিদের ভাষা নয়। এটা কেবল সন্ত্রাসীদের মুখেই শোভা পায়। জনাব লিটনের জেনে রাখা উচিত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কারো দয়া ও অনুগ্রহ নিয়ে রাজনীতি করে না।

আমরা এ ধরনের সন্ত্রাসী বক্তব্য দানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”