৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ১০:৫৯

পাবনা জেলা জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেফতার করে সরকার অন্যায় এবং অসাংবিধানিক কাজ করেছে

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম, শ্রম বিভাগের সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম ও বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবদুস শাকুরকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৬ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “৬ ফেব্রুয়ারি দারুল আমান ট্রাস্ট ভবনে এক সামাজিক বৈঠক চলছিল। সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ ট্রাস্ট ভবন ঘেরাও করে এবং ঐ মিটিং থেকে পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম, শ্রম বিভাগের সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম ও বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবদুস শাকুরকে আজ বেলা সোয়া ১টার দিকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আমি এই গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার কোনো নাগরিককেই তার নাগরিক অধিকার ভোগ করতে দিচ্ছে না। সরকার সামাজিক কার্যক্রম থেকে তাদেরকে গ্রেফতার করে অন্যায় এবং অসাংবিধানিক কাজ করেছে। আমি তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”