নরসিংদী জেলার শিবপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়াকে ৪ নভেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই শিবপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক আব্দুুর রহমান ভূঁইয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।
অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়া একজন জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে তার সেবা থেকে শিবপুর উপজেলার জনগণকে বঞ্চিত করা হয়েছে। স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পচ্ছেন না। সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
শিবপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”