১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ৮:২৯

অধ্যাপক শাহজাহান আলীকে সাদা পোশাকধারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ

-মাওলানা এটিএম মা’ছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা শাখার আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহজাহান আলী উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার মুহূর্তে তাঁকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং এই মুহূর্তে তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১০ ডিসেম্বর এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “উল্লাপাড়া উপজেলা শাখা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহজাহান আলী একজন জনপ্রিয় নেতা। তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান। সরকার তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাঁকে প্রায় দীর্ঘ ৭ মাস যাবত কারাগারে অন্যায়ভাবে আটক করে রেখেছিল। তিনি উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে ১০ ডিসেম্বর কারাগার থেকে বের হচ্ছিলেন। বের হওয়ার মুহূর্তে এক দল সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে কোনো গ্রেফতারী পরওয়ানা নেই। বর্তমানে তিনি সকল মামলায় জামিন প্রাপ্ত রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হওয়া সত্ত্বেও তাঁকে পুনরায় গ্রেফতার আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা এবং আদালত অবমাননার শামিল। আমরা সরকারের এই অন্যায়, অযৌক্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অধ্যাপক শাহজাহান আলীকে অবিলম্বে তাঁর পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”