বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ মাসুদুর রহমানকে অবিলম্বে তার পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার জন্য আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব মোঃ মাসুদুর রহমানের জন্য তার পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে পথপানে চেয়ে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে।
জনাব মোঃ মাসুদুর রহমান গত ৮ আগস্ট (২০১৬) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতন্নহাটা গ্রামে তার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গেলে বিকেলে সাদা পোশাকধারী একদল লোক পুলিশের পরিচয় দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। স্থানীয় থানায় খোঁজ-খবর নিলে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করার কথা অস্বীকার করতে থাকে। ৮ আগস্ট থেকে আজ পর্যন্ত তার কোন খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, কিভাবে আছেন তা কেউ জানে না। ফলে আমরা সকলেই গভীরভাবে উদ্বিগ্ন এবং তার জীবন নিয়ে শংকিত।
কাজেই ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ মাসুদুর রহমানকে অবিলম্বে তার পরিবার-পরিজনদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”