২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:১১

কুমিল্লা চৌদ্দগ্রামে করোনা মেডিকেল সামগ্রী বিতরণকালে মেডিকেল টীমের ৫ সদস্যকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে মেডিকেল সামগ্রী বিতরণকালে মেডিকেল টীমের ৫ সদস্যকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৯ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারন করেছে। মেডিকেল সামগ্রীর অভাবে হাসপাতালগুলো করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে পারছে না। করোনা আক্রান্ত রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দিগবিদিক ছুটাছুটি করছে। চিকিৎসা সেবা না পেয়ে অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। জাতির এমনই এক কঠিন সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে করোনায় আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে একটি করোনা চিকিৎসা সেবা টীম গঠন করা হয়। ২৯ জুলাই এই মেডিকেল টীমের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সদস্যরা করোনায় আক্রান্ত রোগীদের মাঝে জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন মেডিকেল সামগ্রী বিতরণ করছিল। এ সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের তথকথিত বিনা ভোটের এমপির নির্দেশে এই মেডিকেল টীমের ৫ জন সদস্যকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। মানবিক সেবায় নিয়োজিত টীমের সদস্যদের গ্রেফতার খুবই অন্যায়, অমানবিক ও বেআইনী। এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এর নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। সরকারের এই জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে গ্রেফতারকৃত ৫ জন মেডিকেল টীম সদস্যকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”