২ নভেম্বর ২০১৬, বুধবার, ৩:১৭

মক্কা নগরীতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন

পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে গত ২৮ অক্টোবর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২রা নভেম্বর প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, “পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

পবিত্র মক্কা নগরী মুসলিম উম্মাহর নিকট অতি পবিত্র স্থান। পাবিত্র মক্কা ও মদীনা শরীফ মুসলিম উম্মাহর প্রাণের চেয়ে প্রিয় স্থান। এ দুটি স্থানকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়া উচিত। এ দুটি নগরীর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার জন্য সকলেরই সজাগ ও সতর্ক থাকা উচিত।

কোন ধর্মীয় স্থাপনায় এ জাতীয় কাজ কোন মানুষ করতে পারে না। পবিত্র মক্কা শরীফের কোন অবমাননা মুসলিম উম্মাহ সহ্য করবে না। এ কাজ যারা করেছে তাদের বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করতে হবে।

ভবিষ্যতে এমন অপকর্মের ধৃষ্টতা কেউ যাতে দেখাতে না পারে সে জন্য সৌদি আরবের সরকার এবং বিশেষ করে গোটা মুসলিম উম্মাহকে সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নিতে হবে।”