২৭ মে ২০২১, বৃহস্পতিবার, ২:৫৬

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার আহবান

অবিলম্বে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৭ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “দেশে চলমান করোনা পরিস্থিতিতে কল-কারখানা, অফিস-আদালত, গণপরিবহন, হাট-বাজার সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ ১৪ মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ তাদের শিক্ষা অর্জনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ক্রমেই দেশ মেধাহীনতার দিকে অগ্রসর হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের জাতি আগামী দিনে এক মেরুদণ্ডহীন মেধাশূন্য জাতিতে পরিণত হবে এবং দীর্ঘ মেয়াদি দুর্ভোগে পড়বে। অন্য সকল প্রতিষ্ঠান যদি স্বাস্থ্যবিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোন্ অদৃশ্য কারণে বন্ধ রাখতে হবে? দেশবাসী মনে করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া এখন সময়ের দাবি।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”