চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ নজরুল ইসলামকে গত ৬ ডিসেম্বর সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনার নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আতাউর রহমান আজ ৭ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামকে অন্যায়ভাবে সাময়িকভাবে বরখাস্ত করে সরকার তার উপর চরম জুলুম করেছে।
একজন নির্বাচিত মেয়রকে অন্যায়ভাবে সাময়িকভাবে বরখাস্ত করা প্রকৃত পক্ষে জনগণের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। অধ্যক্ষ নজরুল ইসলাম একজন জনপ্রিয় নেতা। তাকে জনগণের খেদমত থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি গত ২০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ নজরুল ইসলামকে অন্যায়ভাবে সাময়িকভাবে বরখাস্তের আদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দিয়ে জনগণের খেদমত করার সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”