১৯ মে ২০২১, বুধবার, ৭:৩৩

ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীতে বাধা প্রদান ও নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরাইলের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচীতে বাধা প্রদান ও অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৯ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদ আল-আকসাসহ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। প্রতিদিন সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমনকি নারী ও শিশুও তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা। তারই প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ বাঁধা প্রদান করেছে। রাজশাহী মহানগরী থেকে ৬ জন এবং নাটোর থেকে ১৭ জন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতারের ঘটনা ঘটেছে। ঈমানী দায়িত্ব পালন ও শান্তিপূর্ণ এসব বিক্ষোভ কর্মসূচীতে বাঁধা প্রদান এবং গ্রেফতারের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি।

অবিলম্বে বিক্ষোভ কর্মসূচী থেকে গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি এবং সেইসাথে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাচ্ছি।”