১৭ এপ্রিল ২০২১, শনিবার, ৮:০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ও প্রখ্যাত কলামিস্ট ড. তারেক শামসুর রেহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ এপ্রিল এক বিবৃতিতে প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ড. তারেক শামসুর রেহমান ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তজাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক। ১৭ এপ্রিল বেলা ১১টায় পুলিশ বাসার দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর এই মর্মান্তিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। বাসায় তিনি একাই ছিলেন। এখন পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ড. তারেক শামসুর রেহমান ছিলেন একজন প্রখ্যাত কলামিস্ট। বিভিন্ন দৈনিকে তিনি নিয়মিত কলাম লিখতেন। তিনি আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেশণামূলক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তাঁর ইন্তিকালে জাতি একজন প্রখ্যাত শিক্ষাবিদকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”