১৭ এপ্রিল ২০২১, শনিবার, ৭:৫৫

বাঁশখালীতে ৬ জন শ্রমিককে গুলি করে হত্যা করার ঘটনার নিন্দা

শ্রমিকদের পাখির মত গুলি করে হত্যা করা সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং অসাংবিধানিক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬ জন শ্রমিককে গুলি করে হত্যা করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রোটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“১৭ এপ্রিল সকাল ১০টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভে গুলি করে ৬ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে অনেককে। শ্রমিকগণ তাদের প্রাপ্য কাজের মজুরি দাবি করবেন এটিই স্বাভাবিক। এ জন্য শ্রমিকদের পাখির মত গুলি করে হত্যা করা সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং অসাংবিধানিক। এটি সরকারের বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।

মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এভাবে নির্বিচারে মানুষ হত্যা করার লাইসেন্স দেশের সংবিধান তাদেরকে দেয়নি। আমরা এ নির্মম হতাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুলিতে নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শ্রমিকদের প্রাপ্য ন্যায্য বেতন-ভাতা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শ্রমিক হত্যার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”