২৭ মার্চ ২০২১, শনিবার, ৮:৫৯

সরকারের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা, পুলিশ ও সরকার দলীয় লোকজনের পৈশাচিক হামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৭ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৬ মার্চ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর হামলা ও গুলি চালিয়ে ৮ জনকে হত্যার প্রতিবাদে ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান এবং পুলিশ ও সরকার দলীয় লোকজনের পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজও হামলা হয়েছে এবং বহু লোক আহত হয়েছেন। নিরীহ ৮ জন মুসল্লি নিহতের ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচি পালনকালে সিলেট থেকে ১৪ জন, রাজধানীর ভাটারা থেকে ৫ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে হেফাজতে ইসলামের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তির জাতীয় অনুষ্ঠানকে তৌহিদী জনতার রক্তে রঞ্জিত করে আওয়ামী লীগ সরকার এক কলংকজনক অধ্যায়ের সূচনা করলো। জাতি জানতে চায় বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপর হামলা চালিয়ে সরকার কাকে খুশি করতে চায়? আমরা সরকারের এই ধরনের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে দেশব্যাপী গ্রেফতার হয়রানি বন্ধ করে অন্যায়ভাবে আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”