১৩ মার্চ ২০২১, শনিবার, ৭:৪০

সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জেলা বারের বিজয়ীদের অভিনন্দন

সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জেলা বারের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ রুহুল কুদ্দুস কাজল ও সহ-সভাপতি পদে জনাব মোঃ জালাল উদ্দিন এবং কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে শরীফুল ইসলাম, সেক্রেটারী পদে সহিদ উল্লাহসহ নীল প্যানেলের ১২টি পদে বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৩ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“এ বিজয় বাংলাদেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবে। নির্বাচিত প্রতিনিধিগণ বিচারাঙ্গণে সুষ্ঠু পরিবেশ, আইনজীবীদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তাছাড়া নব-নির্বাচিত বিজয়ী প্রার্থীগণ অসহায় বিচারপ্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং দেশের বিচারাঙ্গণে যে অস্থিরতা বিরাজ করছে, তা থেকে উত্তরণের জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাসী।

এ ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা বিজ্ঞ আইনজীবী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নির্বাচিত প্রতিনিধিগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সফলতা কামনা করছি।”