৬ জানুয়ারী প্রকাশিত দৈনিক জনকণ্ঠের ১ম পৃষ্ঠায় গাইবান্দা- ১ আসনের আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকান্ড সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জামায়াত এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম ৬ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ঐ হত্যাকান্ডের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা বিনষ্ট করার হীন উদ্দেশেই এ অসত্য ও ভিত্তিহীন রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
দৈনিক জনকণ্ঠ পত্রিকার গোটা রিপোর্টটিই কাল্পনিক। বাস্তবের সাথে এ রিপোর্টের কোন মিল নেই। পুরোহিত, যাজক, খ্রীস্টান, হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা এবং মন্দির, গীর্জা ও আহমদীয়া সম্প্রদায়ের উপসনালয়ে হামলা ইত্যাদি ঘটনার পেছনে জামায়াত ও ছাত্রশিবিরের কাজ করার প্রশ্নই আসে না। জনকণ্ঠের রির্পোটে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে যে সব অভিযোগ প্রচার করা হয়েছে তা জনকণ্ঠের মনগড়া।
জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”