২৬ মার্চ ২০১৭, রবিবার, ৭:৪০

দেশকে সকল প্রকার সন্ত্রাস মুক্ত করার জন্য জাতীয় ঐক্যের আহবান

সিলেটে জঙ্গিদের বোমা হামলায় দুই জন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা

সিলেটে জঙ্গিদের বোমা হামলায় দুই জন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন লোক নিহত এবং সাংবাদিক, পুলিশ ও র‌্যাব সদস্যসহ প্রায় অর্ধশত লোক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৬ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রায় ৩ দিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিদের আস্তানা ঘিরে রেখেছে এবং সেনা বাহিনীর প্যারা কমান্ডো ফোর্স ও সোয়াত বাহিনীর সদস্যরা অপারেশন শুরু করেছে। তারা ঐ ভবনটিতে অবস্থানরত সাধারণ পরিবারের সদস্যদেরকে বের করে এনেছে। এ সময় অভিযান স্থলের বাইরে জঙ্গিদের পর পর দুটি বোমা বিস্ফোরণে এ পর্যন্ত দুই জন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন লোক নিহত এবং প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। আমি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। সেই সাথে তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আমি আশা করি আমাদের সেনা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চরম সাহসিকতা, ধৈর্য ও বিচক্ষণতার সাথে জঙ্গিদেরকে নিরস্ত্র ও পাকড়াও করতে সক্ষম হবেন। আমরা আবারও দেশ ও জনগণের স্বার্থে সকল প্রকার বিভক্তি ও ভেদাভেদ পরিহার করে দেশকে সকল প্রকার সন্ত্রাস মুক্ত করার জন্য জাতীয় ঐক্যের আহবান জানাচ্ছি।”