২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ৭:০৭

ওবায়দুল্লাহ সালাফি এবং মোরশেদ বেগমকে মিথ্যা মামলায় আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সেক্রেটারি জনাব ওবায়দুল্লাহ সালাফি এবং রংপুর জেলার মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি ও মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা বেগমকে মিথ্যা মামলায় আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৬ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সেক্রেটারি জনাব ওবায়দুল্লাহ সালাফি এবং রংপুর জেলার মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি ও মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদ বেগম আজ পৃথক ২টি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্বতঃস্ফূর্তভাবে রংপুর মহানগরের একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আইনত জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তাদেরকে জামিন না দেওয়ায় আমরা বিস্মিত। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা সরকারের এ মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে জনাব ওবায়দুল্লাহ সালাফি এবং মোরশেদা বেগমসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”