গত ২২ মার্চ লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর সন্ত্রাসী হামলায় পুলিশসহ ৫জন লোক নিহত ও ৪০জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৩ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে ও ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর সন্ত্রাসী হামলায় পুলিশসহ ৫জন লোক নিহত ও ৪০জন লোক আহত হওয়ার ঘটনা অত্যন্ত অমানবিক। এ ধরণের সন্ত্রাসী হামলা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।
ব্রিটিশ পার্লামেন্ট ভবন চত্বরে ও ওয়েস্ট মিনিস্টার ব্রিজের উপর হামলাকারীরা মানবতার শত্রু। আমি আশা করি এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটতে পারে সে ব্যাপারে ব্রিটিশ সরকার ও জনগণ প্রতিরোধ গড়ে তুলবেন। আমি আরো আশা করি ব্রিটিশ সরকার ও জনগণ শীঘ্রই এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
সন্ত্রাসী হামলায় যারা নিহত হয়েছেন আমি তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং ব্রিটিশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।”