৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:০৭

সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

‘আজকের সূর্যোদয়’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সারোয়ার কে অপহরণ করে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“গত ২৯ অক্টোবর ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলাম সারোয়ারকে চট্টগ্রামের ব্যাটারি গলি থেকে অপহরণ করা হয়। ৩ দিন পর ১ নভেম্বর চট্টগ্রামের সীতাকু- উপজেলার কুমিরা ইউনিয়নের একটি খাল থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় সাংবাদিক গোলাম সারোয়ার ভীত-সন্ত্রস্ত হয়ে বারবার বলছিলেন ‘আমারে মাইরেন না, আমি আর নিউজ করব না’। তার এ কথায় প্রমাণিত হয় যে, তার সাথে অত্যন্ত অমানবিক নিষ্ঠুর আচরণ করা হয়েছে। যার কারণে এখনো তিনি স্বাভাবিক হতে পারছেন না। আমরা সাংবাদিক নির্যাতনের এ জঘন্য ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা মনে করি গণমাধ্যমের কন্ঠরোধ, মুক্ত সাংবাদিকতার পথকে রুদ্ধ করার হীন উদ্দেশ্যে বারবার সাংবাদিকদের উপর হামলা, মামলা এমনকি অপহরণ করে অমানবিক নির্যাতন করা হচ্ছে। পেশাদারিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে অনেককে বিভিন্ন সময় প্রভাবশালী মহল এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের রোষানলেও পড়তে হচ্ছে। এটি স্বাধীন সংবাদপত্র ও মুক্ত গণমাধ্যম নীতিমালার চরম পরিপন্থী। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিক গোলাম সারোয়ার অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সারাদেশে সাংবাদিক দলন-পীড়ন বন্ধে কার্যকর ভূমিকা পালন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”