২৪ অক্টোবর ২০২০, শনিবার, ৫:১৬

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

২৪ অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় “জামায়াতের ভয়ঙ্কর পরিকল্পনা” শিরোনামে প্রকাশিত মিথ্যা, বানোয়াট রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ২৪ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৪ অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘জামায়াতের ভয়ঙ্কর পরিকল্পনা’ শিরোনামে যে নাতিদীর্ঘ রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জামায়াতের বিরুদ্ধে ‘সারাদেশে সন্ত্রাস, নাশকতার নীলনক্সা তৈরি করে মাঠে নামার ভয়ঙ্কর পরিকল্পনা’ করার যে মনগড়া, ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তা জামায়াতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ। রিপোর্টের এক জায়গায় ‘আগের মত জঙ্গিদের চাঙ্গা করতে মরিয়া জামায়াত-শিবির’ এবং অপর এক জায়গায় ‘জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য গোপন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে জামায়াত-শিবির’ মর্মে যে বায়বীয় আজগুবি তথ্য প্রদান করা হয়েছে তাতে সংশ্লিষ্ট রিপোর্টারের উর্বর মস্তিষ্কের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। এটি জামায়াতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পরিচালিত মিথ্যাচারের একটি নীলনকশা।

আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াত একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল। জামায়াত সন্ত্রাস বা জঙ্গিবাদে বিশ্বাস করে না। কোনো দলে পরিকল্পিতভাবে লোক ঢুকানোর প্রশ্নই আসে না। জামায়াত তার জনকল্যাণমুখী তৎপরতা এবং ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে দেশবাসীর নিকট এক জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। জনমনে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে বিশেষ একটি মহল জামায়াতের বিরুদ্ধে বিষোদগার করছে। আমরা মনে করি দেশে বর্তমানে বিরাজমান এই নাজুক পরিস্থিতিতে জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।

জামায়াতের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পিত, বানোয়াট ও বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমারা দৈনিক জনকণ্ঠ প্রত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”