১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৮:০৭

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“১৪ অক্টোবর দিবাগত রাত ৩ টায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খালসি গ্রামে দুর্বৃত্তরা বাবা-মা ও তাদের দুই শিশু সন্তানসহ একই পরিবারের ৪ জনকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এ নারকীয় ও পৈশাচিক হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দেশে উদ্বেগজনকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রতিনিয়ত গুম, খুন ও ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে বেঁচে থাকার সর্বনিম্ন অধিকারটুকুও আর বাকি নেই। রাস্তা-ঘাটে কোথাও কোনো নিরাপত্তা নেই। সকল ক্ষেত্রেই এক বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে। মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার কোনোভাবেই এর লাগাম টেনে ধরতে পারছে না।

অবিলম্বে সাতক্ষীরায় একই পরিবারের ৪ সদস্যদের নিহতের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”