৩১ আগস্ট ২০২০, সোমবার, ৯:০৮

মাওলানা মোখলেছুর রহমানকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সেক্রেটারি মাওলানা মোখলেছুর রহমানকে ৩১ আগস্ট বেলা ১১টায় তার নিজ বাসা থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ৩১ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই মাওলানা মোখলেছুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে মাওলানা মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মাওলানা মোখলেছুর রহমানের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা নেই। বিশেষ ক্ষমতা আইনের একটি পেন্ডিং মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সরকার তাকে গ্রেফতার করে চালান দিয়েছে। এভাবে জুলুম নির্যাতন করে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। একদলীয় শাসন পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই সরকার দেশের জনগণের উপর স্বৈরাচারী শাসন চাপিয়ে দিয়েছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে মাওলানা মোখলেছুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”